চন্দনাইশে সেনা অভিযানে ইয়াবাসহ কারবারী ধরা

Google Alert – সেনাবাহিনী

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মো. ফরহাদ (২২) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা, নগদ অর্থ এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। 

রবিবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের দক্ষিণ জাফরাবাদ এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল এ অভিযান চালায়। 

অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশে দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর ফজলে রাব্বী।

আটক মো. ফরহাদ (২২)  একই এলাকার মৃত মাহবুর আলমের ছেলে।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, ধৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *