থানচিতে সেনা অভিযানে অস্ত্রসহ জনসংহতি সমিতির কালেক্টরসহ তিনজন আটক

Google Alert – পার্বত্য অঞ্চল

নিউজ ডেস্ক

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া এলাকায় রবিবার ভোররাতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)-এর স্থানীয় কালেক্টর হিসেবে পরিচিত মং মং সিং মারমা (৩৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাত আনুমানিক ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক অন্য দুজন হলেন মং নু সিং মারমা (২৮) এবং আ ওয়াং শৈ মারমা (২৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় ও পেশাগত সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অভিযানকালে অস্ত্রসহ আরও কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। যদিও এখন পর্যন্ত সেনাবাহিনী বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই বলিপাড়া ও আশপাশের এলাকায় পার্বত্য আঞ্চলিক দলগুলোর অস্ত্রবহন, চাঁদাবাজি এবং সন্ত্রাসী তৎপরতা চলছিল। মং মং সিং মারমা জনসংহতি সমিতির হয়ে স্থানীয়ভাবে চাঁদা আদায়, অস্ত্র পরিবহন এবং সংঘবদ্ধ তৎপরতার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বান্দরবানের বিভিন্ন এলাকায় আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর উপস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ায় নিরাপত্তা বাহিনী নজরদারি ও অভিযান জোরদার করেছে। থানচির মতো দুর্গম এলাকায় এই ধরনের অভিযান পার্বত্য অঞ্চলে শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *