অবশেষে বীর বাহাদুর ও স্ত্রী মেহ্লাপ্রু’র বিরুদ্ধে দুদকের মামলা চূড়ান্ত

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

পার্বত্য বান্দরবানের আলোচিত আওয়ামী লীগ নেতা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও তার স্ত্রী মেহ্লা প্রু মারমার নামে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ পৃথক দুটি দুর্নীতির মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। 

১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রবিবার (৩ আগস্ট) এই দুটি মামলা অনুমোদন দেন দুদকের মহাপরিচালক মো: আক্তার হোসেন। 

মামলার এজাহার সুত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এর নিজ নামে ১৩টি ব্যাংক হিসেবে ৩২ কোটি ১৬ লাখ ৫৮ হাজার ৪০২ টাকা জমা এবং ২৬ কোটি ২৪ লাখ ২৫ হাজার ১০৫ টাকা উত্তোলনসহ মোট ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকা সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়াও তার নামে ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকা মুল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে একই মামলায়। 

অপর আরেকটি পৃথক মামলায় বীর বাহাদুরের স্ত্রী মেহ্লা প্রুর বিরুদ্ধে ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৮১৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। মেহ্লাপ্রুর নামে ৬টি ব্যাংক হিসেবে ৯ কোটি ৩০ লাখ ৭২ হাজার ২৩ টাকা জমা এবং ৬ কোটি ২৮ লাখ ৯ হাজার ১৬১ টাকা উত্তোলন করা হয়েছে বলে দুদকের দীর্ঘ অনুসন্ধান টিম নিশ্চিত করেছে। দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৭৪ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে এসেছে। মেহ্লাপ্রুর বিরুদ্ধে দায়ের করা মামলায় তার স্বামী বীর বাহাদুর উশৈসিং কে সহযোগী আসামী হিসেবে উপস্থাপন করা হয়েছে। 

বীর বাহাদুর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক আইনের ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২ ও ৩) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে। 

এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে বীর বাহাদুরের স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলো আদালত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *