ইসরাইলে হুথিদের ড্রোন হামলা 

Google Alert – সামরিক

ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। টেলিভিশন ভাষণে হুথি যোদ্ধাদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তেল আবিব, আশকেলন ও হাইফা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী হামলার তথ্য স্বীকার করে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। অপর দুইটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। 

এদিকে, গাজায় ত্রাণপ্রত্যাশী ৩৮ জনসহ ৬২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এরমধ্যে ইসরাইল-যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনে ত্রাণ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়েছে এক ফিলিস্তিনি কিশোর। ১৫ বছর বয়সী আব্দুল রহমান আবু জাজার বলেন, গুলিবিদ্ধ হওয়ার পরও ইসরাইলি সেনারা তাকে লক্ষ্য করে গুলি অব্যাহত রাখে। বেঁচে ফেরার আশা একরকম ছেড়েই দিয়েছিলো সে। প্রাণে বাঁচলেও এক চোখ হারানোর শঙ্কায় আছে এই ফিলিস্তিনি কিশোর। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ভূখণ্ডটির বিভিন্ন স্থান থেকে ১১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১৫টি মরদেহ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *