চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Google Alert – পার্বত্য অঞ্চল

চট্টগ্রামের বন্দরে গলায় ফাঁস দিয়ে সজিব (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন ।সোমবার  (৪ আগস্ট) থানার ধুপপুল এলাকায় নিজ কক্ষে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের পরিবার জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের কক্ষে ঘুমাতে যান সজিব। তবে সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা দরজা খুলে তাকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

আর এইচ/


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *