রাশিয়ার যুদ্ধের খরচ যোগাচ্ছে ভারত, অভিযোগ ট্রাম্পের শীর্ষ সহযোগীর

Google Alert – সামরিক

মস্কোর কাছ থেকে তেল কিনে ভারত কার্যকরভাবে ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধে অর্থায়ন করছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এক শীর্ষ সহযোগী।


রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য ট্রাম্প নয়া দিল্লির ওপর চাপ বাড়ানোর পর রোববার এ মন্তব্য করেছেন হোয়াইট হাউজের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার।


ট্রাম্পের সবচেয়ে প্রভাবশালী সহযোগীদের একজন মিলার বলেছেন, “অতি পরিষ্কারভাবে তিনি (ট্রাম্প) যা বলেছেন তা হল, রাশিয়া থেকে তেল কিনে ভারত এই যুদ্ধে অর্থায়ন করে যাবে এটি গ্রহণযোগ্য নয়।”


রয়টার্স লিখেছে, ভারত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। এখনও পর্যন্ত এই দেশটির বিষয়ে ট্রাম্প প্রসাশনের সবচেয়ে কঠোর সমালোচনাগুলোর মধ্যে মিলারের মন্তব্য অন্যতম।


মিলার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচার’ অনুষ্ঠানে বলেছেন, “মানুষ এটা জেনে হতবাক হবে যে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ভারত মূলত চীনের সঙ্গে সম্বন্ধ পেতেছে।”


মিলারের এ অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্সের করা অনুরোধে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।


শনিবার ভারত সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক দুই শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও নয়া দিল্লি মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখবে।


রাশিয়া থেকে সামরিক উপকরণ ও জ্বালানি কেনার কারণে ভারত থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে। মস্কো, ইউক্রেইনের সঙ্গে গুরুত্বপূণ একটি শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত রাশিয়া থেকে তেল ক্রয় করতে থাকা দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে ১০০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ককে ‘অসাধারণ’ বলে বর্ণনা করার পর মিলার নয়া দিল্লির সমালোচনা করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *