Google Alert – সেনাপ্রধান
চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে নগরীর কাজির দেউড়ির মোড়সংলগ্ন ক্লাবটির ৩০৮ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই কক্ষে তাকে শোয়া অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
হারুন ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট ছিলেন। তার মৃত্যুর বিষয়টি ডেসটিনি মাল্টি পারপাস কোঅপারেটিভ সোসাইটির সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম নিশ্চিত করেছেন।
হারুন ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। ডেসটিনির আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় হাজিরা দিতে এই সাবেক সেনাপ্রধান রোববার বিকালে চট্টগ্রামে আসেন। তিনি চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউসের ৩০৮ নম্বর কক্ষে উঠেছিলেন।
শহীদুল ইসলাম বলেন, ‘আজকে এখানে আমাদের একটি মামলার হাজিরার তারিখ ছিল। আমরা সবাই কোর্টে এসেছি। কিন্তু সময় হয়ে যাওয়ার পরও উনি আসছিলেন না, উনাকে ফোনেও পাওয়া যাচ্ছিল না।’
তিনি বলেন, ‘গেস্টহাউসে বলার পর তারা ঘরে ঢুকে দেখে অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি। পরে সিএমএএইচের লোকজন এসেছে। তারা এসে দেখেছে তিনি আর নেই।’
আশরাফ উদ্দিন বলেন, ‘সকালে তাকে নিতে সেনাবাহিনীর গাড়ি এসেছিল। তাকে ফোনে না পেয়ে আমাদের জানানো হয়। তখন আমরা পেছনের দরজা দিয়ে ঢুকে তাকে বিছানায় শোয়া অবস্থায় পাই। তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।’
চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, ‘উনি রাতে ক্লাবের গেস্ট হাউসে ছিলেন। আমরা খবর পেয়ে এসেছি। কীভাবে কী হয়েছে পরে বিস্তারিত বলতে পারব।’