আগামীর বাংলাদেশে যেন কেউ অনাহারে না থাকে: পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Google Alert – হিল ট্র্যাক্টস

পার্বত্য অঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ির যাদুরাম পাড়ায় অনুষ্ঠিত হলো কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠান। এতে পাহাড়ি কৃষকদের মধ্যে ফিরিয়ে আনা হলো আত্মনির্ভরশীলতার স্বপ্ন এবং টেকসই কৃষির প্রত্যাশা।

শনিবার (৩ আগস্ট) দুপুরে যাদুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ‘জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও জলধারা ব্যবস্থাপনা প্রকল্প (CRLIWM)’-এর আওতায়। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পে ৭টি পাড়ার কৃষকদের মাঝে মোট ১৬টি পাওয়ার টিলার, ৭টি ১২এইচপি পাওয়ার পাম্প ও ৭টি ৪এইচপি পাওয়ার পাম্প বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট কূটনীতিক সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, ‘আজকের এই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর কেবল প্রযুক্তির সরবরাহ নয়—এটি এক প্রতিশ্রুতি। পার্বত্য অঞ্চলের কৃষকদের পাশে থাকার এবং উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ার অঙ্গীকার।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ অনাহারে থাকবে না—সমতল হোক বা পাহাড়, উন্নয়ন হবে সমানভাবে। সেই সঙ্গে পাহাড়ে শান্তি ও সম্প্রীতির সম্পর্ক বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।’

আরও পড়ুন: ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামালছড়ি ক্লাস্টার ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পাক্রই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, প্রকল্প পরিচালক পবন কুমার চাকমা, জেলা পরিষদের নির্বাহী পরিচালক মো. আব্দুল্লাহ আল মাহফুজসহ অন্যান্য সদস্যরা।

প্রকল্প বাস্তবায়নের প্রধান দায়িত্বে রয়েছে চট্টগ্রাম হিল ট্র্যাক্টস আঞ্চলিক পরিষদ, আর সহ-বাস্তবায়নকারী হিসেবে কাজ করছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

স্থানীয় কৃষকরা জানান, এই যন্ত্রপাতি বিতরণ শুধু কৃষিকাজকে সহজতর করবে না, বরং কৃষিকে আধুনিক ও লাভজনক করে তুলবে। এটি একটি যুগান্তকারী উদ্যোগ, যা পাহাড়ি কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

এই আয়োজন যেন অনাহারহীন আগামীর পথে এক বাস্তব পদক্ষেপ, যা কৃষি ও মানব উন্নয়নের সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিল।

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *