Google Alert – পার্বত্য অঞ্চল
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পাহাড়ি নারীর পা বিচ্ছিন্ন
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৫:৪০ পিএম আপডেট: ০৪.০৮.২০২৫ ৫:৪৭ PM
সোমবার (৪ আগস্ট) সকালে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় তিনি পাহাড়ি সবজি, বাঁশ ও কুরুল কাটতে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
বিস্ফোরণে লাকি সিং-এর বাম পা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা সুমং কারবারির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সীমান্ত পার হয়ে সবজি ও কাঠ সংগ্রহের সময় হঠাৎ একটি স্থল মাইন বিস্ফোরিত হলে মুহূর্তেই লাকি সিং-এর পা উড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তবর্তী ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি মিয়ানমারের ভেতরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পাহাড়ি নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জেনেছি।’
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় স্থল মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত দুই মাসে একই সীমান্ত এলাকায় অন্তত ৯ জন পুরুষ এবং একজন নারী মাইন বিস্ফোরণে আহত হয়েছেন, যাদের সবারই পা বিচ্ছিন্ন হয়েছে। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
স্বদেশ প্রতিদিন/এমএম