সরকারের অগ্রাধিকার টেকসই ও সবুজ পর্যটনে: শিল্প উপদেষ্টা

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

টেকসই ও সবুজ পর্যটন খাতকে জাতীয় অর্থনীতির বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে অগ্রাধিকার দিচ্ছে সরকার এমনটাই জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। 

তিনি বলেন, “এই খাতের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশগত টেকসই এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।”

সোমবার (৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘সাসটেইনেবল প্র্যাকটিসেস ইন গ্রিন ট্যুরিজম’ শীর্ষক চার দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

আদিলুর রহমান খান বলেন, “আমাদের দেশে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, মহাস্থানগড়, পাহাড়পুর, সোনারগাঁও, রামপাল, বজ্রযোগিনী এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চট্টগ্রাম পার্বত্য অঞ্চল। এসব গন্তব্য দেশি-বিদেশি পর্যটকদের জন্য অসাধারণ আকর্ষণ। কিন্তু এখনো জাতীয় অর্থনীতিতে পর্যটন খাতের অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।”

তিনি আরো বলেন, “সরকার পরিবেশবান্ধব পর্যটনকে গুরুত্ব দিয়ে অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সম্প্রদায়কে সম্পৃক্তকরণ এবং দক্ষ মানবসম্পদ গঠনের ওপর জোর দিচ্ছে।”

কর্মশালায় বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “গ্রিন ট্যুরিজম এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল খাতগুলোর একটি। ইকো ট্যুরিজমের বর্তমান বাজার ৬০০ মিলিয়ন ডলারের বেশি, যদিও তা এখনো ক্ষুদ্র কমিউনিটিতে সীমাবদ্ধ। বাংলাদেশ এই খাতে বড় সম্ভাবনা ধারণ করে।”

চার দিনব্যাপী এই আন্তর্জাতিক কর্মশালা যৌথভাবে আয়োজন করেছে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও), বাংলাদেশ এবং এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এপিও), জাপান।

এতে বাংলাদেশসহ এপিওভুক্ত ২৪টি দেশের নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা ও পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নিচ্ছেন।

এ আয়োজনের আওতায় মোট ১৫টি সেশন অনুষ্ঠিত হবে, যেখানে টেকসই পর্যটন, ইকো ট্যুরিজম এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে গবেষণা ও ধারণাপত্র উপস্থাপন করবেন অংশগ্রহণকারীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *