Google Alert – সেনাপ্রধান
চিটাগং ক্লাবে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল এম হারুন উর রশীদকে (৭৫) মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রয়াত এম হারুন উর রশীদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, সাবেক সেনাপ্রধান হারুন উর রশীদ রোববার বিকালে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছেন। বিকালে তিনি চট্টগ্রাম ক্লাবে ওঠেন। সকালে ঘরের দরজা না খোলায় সেনাবাহিনীর প্রটোকল টিমের সদস্যদের সন্দেহ হয়। পরে কক্ষের পেছনের জানালা দিয়ে ক্লাবের লোকজন বিছানার ওপর তাকে দেখতে পান। কীভাবে তিনি মারা গেছেন সেটা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
হারুন উর রশীদ দেশের দশম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়।
সেক্টর কমান্ডার্স ফোরামের সাবেক মহাসচিব হারুন-অর-রশীদ ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন ২০০৬ সালে। পরের কয়েক বছরে আরো বহু ক্ষেত্রে ডেসটিনির ব্যবসা বিস্তৃত হতে দেখা যায়। কিন্তু জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষোভ-বিক্ষোভ তুঙ্গে উঠলে ২০১২ সালে হারুনকে কারাগারে যেতে হয়। পরে ‘স্বাস্থ্য ও সামাজিক অবস্থা’ বিবেচনায় তিনি জামিনে মুক্তি পান। সাবেক সেনাশাসক এইচএম এরশাদের পর হারুন-অর-রশীদই প্রথম সাবেক সেনাপ্রধান, যাকে কোনো মামলায় দণ্ড নিয়ে কারাগারে যেতে হয়েছিল।
ডেসটিনির আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় হাজিরা দিতে তিনি রোববার বিকালে চট্টগ্রামে আসেন। চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউজের ৩০৮ নম্বর কক্ষে তিনি উঠেছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।