Google Alert – আর্মি
ইয়াবাসহ খিলক্ষেত থেকে শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানা আটক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১২:৫৪ পিএম
গত ৪ আগস্ট (রোববার) বিকেলে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
সেনাবাহিনী জানায়, মাসুদ রানা তিন যুবককে তাঁর ব্যক্তিগত টর্চার সেলে আটকে রেখে শারীরিক নির্যাতনের মাধ্যমে চাঁদা আদায় করছিলেন। এ সময় তার কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা নগদ অর্থ ও মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের পর অভিযুক্তকে খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, রানা নামে শীর্ষ এক চাঁদাবাজকে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি দল আটক করে আমাদের থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুতই তাকে আদালতে পাঠানো হবে।
জানা গেছে, মাসুদ রানা খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি। তিনি এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বরে উত্তরা আর্মি ক্যাম্পের অভিযানে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ফের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
তার নির্যাতন, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে সম্পৃক্ততার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন। তার ফের আটক হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। আইন-বহির্ভূত কর্মকাণ্ড দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এমএম