অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রধান উপদেষ্টা

Google Alert – প্রধান উপদেষ্টা

গত আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন,‘ আজ (বৃহস্পতিবার) থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করলাম। দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন করা।’

বৃহস্পতিবার ( আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত দ্বিতীয় কাজ হলো সংস্কার, আর তৃতীয় কাজ হলো বিচার প্রক্রিয়া। সবগুলো সমানভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ কথা জানিয়ে প্রেস সচিব বলেন, এখন আছে লাখ। আরও ৫০ হাজার বাড়বে। সেনাবাহিনীর সদস্য ৬০ হাজার থেকে বাড়ানো হবে।

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে মেন্তব্য করে প্রেস সচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার জন্য সেনাবাহিনী এখনো মাঠে মোতায়েন রয়েছে। সুষ্ঠু নির্বাচনে জন্য মাঠ প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।’

‘আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশনা এটাই ছিল যাতে উপদেষ্টারা নিজেদের জায়গা থেকে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করেন।’ যোগ করেন প্রেস সচিব।

(ঢাকাটাইমস/৭আগস্ট/মোআ)





ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *