Google Alert – সেনা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার সপ্তাহ ঘুরতেই এবার বন্দুক হামলা হয়েছে সামরিক ঘাঁটিতে। গুলিবিদ্ধ হয়েছে অন্তত পাঁচ সেনা সদস্য। হামলাকারী সেনাকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জর্জিয়া অঙ্গরাজ্যে স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার পর ফোর্ট স্টুয়ার্ট হন্টার সামরিক ঘাঁটিতে গুলিবর্ষণের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার আগেই ওই ঘাঁটিতে থাকা সেনা সদস্যরা হামলাকারীকে নিরস্ত্র করে। এসময় ছুরিকাঘাতে আহত হয় হামলাকারী। হামলাকারীর ছবি প্রকাশ করেছে পুলিশ।
সেনা ব্রিফিংয়ে জানানো হয়েছে, হামলাকারী ২৮ বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস র্যাডফোর্ড ব্যক্তিগত অস্ত্র দিয়ে সহকর্মীদের গুলি করেছে। হাসপাতালে ভর্তি সেনা সদস্যদের অবস্থা স্থিতিশীল। অস্ত্রপোচার হয়েছে তিনজনের শরীরে। স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর বিশেষ দক্ষতা আছে র্যাডফোর্ডের। ২০০৯ সালেও এই ঘাঁটিতে এক সেনার গুলিতে অন্তত ১৩ জন নিহত আর ৩০ জন আহত হয়।
এদিকে, হামলাকারীকে ভয়ংকর উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দেশবাসী এই ঘটনা ভুলবে না। ন্যায়বিচার নিশ্চিতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।