Google Alert – প্রধান উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সুন্দরভাবে’ জাতীয় নির্বাচন আয়োজনকে প্রাধান্য দিয়ে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরুর কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
তিনি বলেন, “বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ অগাস্ট আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজকে থেকে দ্বিতীয় অধ্যায়ের শুরু, দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ হচ্ছে সুন্দরভাবে নির্বাচন করা। এছাড়া বিচার ও সংস্কারের কাজ তো আছেই।”
বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপরাধের বিচার প্রক্রিয়ার বর্ণনা দিয়ে প্রেস সচিব বলেন, “চারটা মামলার বিচার শুরু হয়েছে, ২৭টি মামলার তদন্তের পর্যায়ে আছে এবং ১৬টি মামলার চার্জশিট হয়েছে।”
শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা ‘সফলভাবে’ চালিয়ে নেওয়ার জন্য বাণিজ্য উপদেষ্টার শেখ বশির উদ্দিনকে বৈঠকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ।
এছাড়া জুলাইয়ের ৩৬ দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠানমালা পরিচালনার জন্য সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে শুভেচ্ছা জানানো হয়।
বৈঠকে সরকারের এক বছরের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় বলেও জানান প্রেস সচিব।
পর্যালোচনায় দেখা যায়, দায়িত্ব গ্রহণের পর ৩১ জুলাই পর্যন্ত উপদেষ্টা পরিষদ ৪১টি বৈঠক করেছে। এই সময়ের মধ্যে মোট ৩১৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি (৭৮.৪১ শতাংশ)।
সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে ৬৮টি। অধ্যাদেশ প্রণয়ন হয়েছে ৫৬টি, প্রক্রিয়াধীন রয়েছে ১০টি।
মান্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ বৈঠকে বলেন, স্বাধীনতার পরে যে কোনো সরকারের জন্য সিদ্ধান্ত বাস্তবায়নের একটি রেকর্ড এটি।
মন্ত্রিপরিষদের বৈঠকে সুপারিশ করা হয়, দেশে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার মিশন এলে তাদের সঙ্গে আলাপ-আলোচনা বিষয়ক প্রতিবেদন ১৫ দিনের মধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করতে হবে।
চলমান ১১টি সংস্কার কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিবেদন উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হয়।
সেখানে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্থার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ থেকে আইন উপদেষ্টা ১২১টি আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করেছেন। সেগুলো মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
এর মধ্যে ১৬টি ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। ৮৫টি সুপারিশের বাস্তবায়ন প্রক্রিয়াধীন। ১০টি সুপারিশ আংশিক বাস্তবায়ন হচ্ছে। আরো ১০টি সুপারিশ বাস্তবায়নযোগ্য কিনা সেটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে।
প্রেস সচিব জানান, ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’র নাম পরিবর্তনের একটি দাবি ছিল। সে আলোকে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, এই ইউনিভার্সিটি নতুন নাম হবে ‘ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ’।
“বৈঠকে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আবারও আলোচনা হয়েছে। ওই কলেজের দুজন টিচার এবং একজন আয়াকে কীভাবে সম্মাননা দেওয়া যায়, সে বিষয়ে আলাপ হয়েছে।
“শিক্ষক মেহরিন চৌধুরী আক্রান্ত শিক্ষার্থীদের উদ্ধারে যে বীরত্ব দেখিয়েছেন, আত্মদান করেছেন। উনার নামে শিক্ষা মন্ত্রণালয় একটা অ্যাওয়ার্ড চালু করবে। এই অ্যাওয়ার্ড এর নাম হবে মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস। শুধুমাত্র সারাদেশের শিক্ষকদের মাঝে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে।”
প্রেস সচিব বলেন, “জুলাই শহীদদের মধ্যে যে সম্মানী দেওয়া হচ্ছে, তা প্রাপ্তির ক্ষেত্রে স্বজনদের মধ্যে একটা ডিসপিউট দেখা যাচ্ছে। কে টাকাটা কীভাবে পাবেন, সেজন্য আগামী এক সপ্তাহের মধ্যে একটা বিধি করে দেওয়া হবে।”
গত বছরের ৮ অগাস্ট দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার দ্বিতীয়বারের মত সচিবালয়ে এসে উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সাধারণত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এবং তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো হয়।
তবে মাঝে গত নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।
আর মঙ্গলবারের বৈঠক হয় সচিবালয়ে নতুন নির্মিত (এক নম্বর) ভবনের ৫ তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে।