অর্ন্তবর্তী সরকার ভেঙে তত্বাবধায়ক সরকার ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

Google Alert – আর্মি

অন্তর্বর্তী সরকার ভেঙে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদে জন আকাঙ্ক্ষার প্রতিফলন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হাদি বলেন, অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে আপনি প্রধান হয়ে তত্ত্বাবধয়ক সরকার ঘোষণা করেন। আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন। সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন, যে ক্ষমতায় আসবে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধান  বাতিল করতে হবে। আপনাকে আপার হ্যান্ড নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করুন, উপদেষ্টা পরিবর্তন করুন।

তিনি বলেন, অধ্যাপক ইউনূসকে তার উপদেষ্টারা আর্মি ক্যু’র  ভয় দেখাচ্ছে। এনসিপিকে তারা আন্দোলনের প্রতিনিধি বানিয়েছে।  জেনারেল ওয়াকার ও আর্মি জেনারেলরা ক্যু করতে পারবেন না। তারা যদি এমন কিছু করে জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে। জনগণ এই উপদেষ্টাদের বিশ্বাস করে না। ড. ইউনূসকে তারা বিশ্বাস করতে চায়। উপদেষ্টাদের অনেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপস করেছেন, ভবিষ্যতে আশায়। তারা এখন রাজনৈতিক দলের জবানে কথা বলছেন।

তিনি আরও বলেন, যে বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড হয়েছে; সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে, জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাই সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে। 

সংস্কারের দাবি জানিয়ে হাদি বলেন, যে দলই ক্ষমতায় আসবে ৭২ এর সংবিধান বাতিল করতে হবে, এটা শর্ত দিতে হবে। প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। জুডিশিয়াল রিফর্ম করতে হবে, জনপ্রশাসন সংস্কার করতে হবে। এ সময় নির্বাচন কমিশনের বর্তমান প্যাটার্ন ভেঙে দেয়ারও দাবি জানান তিনি। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *