দ্বিতীয় অধ্যায় শুরু, লক্ষ্য সুন্দর নির্বাচন:প্রধান উপদেষ্টা : সংবাদ অনলাইন

Google Alert – প্রধান উপদেষ্টা

সংবাদ অনলাইন রিপোর্ট : বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

সুন্দরভাবে জাতীয় নির্বাচন আয়োজনকে প্রধান কাজ হিসেবে নির্ধারণ করে সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ কথা জানান তিনি।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, “প্রধান উপদেষ্টা তাঁর সূচনা বক্তব্যে বলেছেন— ৫ আগস্ট আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে, আজ থেকে শুরু হলো দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের প্রধান কাজ হবে একটি সুন্দর জাতীয় নির্বাচন আয়োজন। পাশাপাশি বিচার ও সংস্কার কার্যক্রমও চলবে।”

এক বছরে ৭৮ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত

বৈঠকে সরকারের এক বছরের কর্মকাণ্ড পর্যালোচনায় দেখা গেছে, উপদেষ্টা পরিষদ মোট ৪১টি বৈঠকে ৩১৫টি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে ২৪৭টি সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে, যা ৭৮.৪১ শতাংশ। সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে আরও ৬৮টি। এ সময়ে ৫৬টি অধ্যাদেশ প্রণীত হয়েছে এবং ১০টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ জানান, স্বাধীনতার পর এই প্রথম কোনো সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে এমন রেকর্ড দেখা গেছে।

সংস্কার কমিশন ও নির্বাচনব্যবস্থা নিয়ে অগ্রগতি

বৈঠকে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ১১টি সংস্কার কমিশনের কাজ চলমান। এর মধ্যে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বিশ্লেষণ করে আইন উপদেষ্টা ১২১টি সুপারিশকে আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করেছেন।

এর মধ্যে ১৬টি সুপারিশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, ৮৫টি প্রক্রিয়াধীন, ১০টি আংশিক বাস্তবায়ন হচ্ছে এবং বাকি ১০টি সুপারিশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

অন্যান্য সিদ্ধান্ত ও আলোচনা

* গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ‘ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

* মাইলস্টোন কলেজের ট্র্যাজেডি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে— নিহত শিক্ষক মেহরিন চৌধুরীর নামে শিক্ষা মন্ত্রণালয় ‘মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস’ চালু করবে, যা শুধু শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে।

* জুলাই শহীদদের সম্মানী পাওয়ার ক্ষেত্রে স্বজনদের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় এক সপ্তাহের মধ্যে স্পষ্ট বিধি প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।

* যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় সফলতার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

* জুলাই মাসে ৩৬ দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠানমালা পরিচালনার জন্য সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকেও শুভেচ্ছা জানানো হয়।

গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর এটি ছিল প্রধান উপদেষ্টার সচিবালয়ে দ্বিতীয়বারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশগ্রহণ। এর আগে সচিবালয়ের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে এবং সাধারণত যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন ও তেজগাঁও কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। আজকের বৈঠকটি হয় সচিবালয়ের নতুন নির্মিত এক নম্বর ভবনের ৫ তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *