‘গাজায় মাত্র ২৩২ একর কৃষিজমি টিকে আছে’

RisingBD – Home


আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ৮ আগস্ট ২০২৫  
আপডেট: ০৮:৫৪, ৮ আগস্ট ২০২৫

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ছবি: দ্য গার্ডিয়ান


ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলা চলছেই। গাজা  উপত্যকাটিতে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হচ্ছে, সৃষ্টি করা হয়েছে খাবারের সংকট। নষ্ট হয়ে গেছে ফসলি জমি। জাতিসংঘের হিসাবে, গাজায় আর মাত্র ২৩২ একর কৃষিজমি টিকে আছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ২৮ জুলাই পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজার প্রায় ৩২ হাজার একর (১৩ হাজার হেক্টর) কৃষিজমি ধ্বংস হয়েছে। যা  উপত্যকাটির মোট কৃষিজমির ৮৬ শতাংশ। প্রবেশযোগ্য জমি আছে ৯ শতাংশ, তবে চাষাবাদ করার অবস্থায় নেই। আর মাত্র ২৩২ হেক্টর বা দেড় শতাংশ জমি চাষাবাদের যোগ্য অবস্থায় রয়েছে।

অথচ ২০২৩ সালেও গাজার পরিস্থিতি ছিলো অন্যরকম। ওই বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর আগে উপত্যকাটির বাসিন্দারা বিভিন্ন ধরনের ফল, সবজি, বাদাম ও খাদ্যশস্য উৎপাদন করতেন।

এফএওর হিসাবে, গাজা উপত্যকার অর্থনীতির প্রায় ১০ শতাংশ জুড়ে ছিল কৃষিকাজ। উপত্যকার ২০ লাখের মধ্যে ৫ লাখ ৬০ হাজারের বেশি মানুষ আংশিকভাবে কৃষিকাজ ও মৎস্য আহরণের ওপর নির্ভর করতেন।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, ইসরায়েলি বাহিনী ২০২৫ সালের ২৮ জুলাই পর্যন্ত গাজার প্রায় ৩২ হাজার একর কৃষিজমি ধ্বংস করেছে। এখন মাত্র ২৩২ একর কৃষিজমি টিকে আছে।

এফএওর প্রধান কু ডংইউ বলেন, ‘‘গাজা এখন পুরোপুরি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। ইসরায়েলের অবরোধ ও স্থানীয় কৃষিখাদ্য উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে ফিলিস্তিনিরা অনাহারে দিন কাটাচ্ছেন।’’

তথ্যসূত্র; দ্য গার্ডিয়ান

ঢাকা/লিপি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *