মারা গেছেন মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

Google Alert – সামরিক

মারা গেছেন মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৭:৪১ পিএম আপডেট: ০৭.০৮.২০২৫ ৮:০২ PM

মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ত সোয়ে আর নেই। বৃহস্পতিবার সকালে রাজধানী নেইপিদোর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ইউ মিন্ত সোয়ে দীর্ঘদিন ধরে পারকিনসন্স ও স্নায়বিক জটিলতায় ভুগছিলেন। ২০২০ সাল থেকেই তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে। স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়াও করতে পারছিলেন না তিনি। চলতি বছরের এপ্রিল মাসে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছিল।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি, দেশটির সামরিক বাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এরপর সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লেইং ইউ মিন্ত সোয়েকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন।

ইউ মিন্ত সোয়ে ছিলেন একজন সাবেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। ২০১০ সালে লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে অবসর নেওয়ার পর সক্রিয় রাজনীতিতে নাম লেখান তিনি। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি ইয়াঙ্গুন অঞ্চলের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০১৬ সালের মার্চ থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত ছিলেন মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট।

সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইউ মিন্ত সোয়ে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতাসীন সরকারের গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছিলেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

স্বদেশ প্রতিদিন/ আরএফ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *