Bangla News
…
চট্টগ্রাম: ফটিকছড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মো. মনছুর বৈদ্য (৫২) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) সকালে পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রাম এলাকায় ঘরের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মনছুর বৈদ্য হারুয়ালছড়ি ইউনিয়নের বেটুয়ারখীল এলাকার মৃত শফিউল আলমের ছেলে।
তার বড় ভাই আবুল কালাম জানান, উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রাম এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকতো মনছুর।
তার পরিবার থাকতো হারুয়ালছড়ি ইউনিয়নের বেটুয়ারখীল এলাকায়। সকালে আশ্রয়ণ প্রকল্পের ঘরের ভেতরে মনছুরের লাশ দেখতে পায় প্রতিবেশীরা।
ফটিকছড়ি থানার ওসি নূর আহম্মদ জানান, খবর পেয়ে উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রাম এলাকার আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মনছুর বৈদ্য নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
এসি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।