চাঁদা না দেওয়ায় স্থানীয়দের হামলায় আহত দুই শিক্ষার্থী

Samakal | Rss Feed


চাঁদা না দেওয়ায় স্থানীয়দের হামলায় আহত দুই শিক্ষার্থী

সারাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

2025-08-08

চাঁদা না দেওয়ায় স্থানীয় দুর্বৃত্তদের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের প্রতিবাদে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিকেল পাঁচটার দিকে তারা তালা খুলে দেন। 

আহত শিক্ষার্থীরা হলেন, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের প্রথম বর্ষেল শিক্ষার্থী জুবায়ের আহমেদ জিহান ও আতিকুল ইসলাম সিফাত।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, জুবায়ের ও আতিকুল বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন-সংলগ্ন স্থানে একটি দোকান নির্মাণের কাজ করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অফিস সহকারী সাহাজউদ্দিন বাবু, স্থানীয় নজরুল ও শিবলী দোকান বসানোর জন্য ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। 
তারা বলেন, রেলওয়ের জায়গাটি তারা ইজারা নিয়েছেন, দোকান নির্মাণ করলে তাদের টাকা দিতে হবে। তবে শিক্ষার্থীরা অন্য এক ব্যক্তির কাছ থেকে জায়গাটি দোকানের জন্য ভাড়া নিয়েছেন বলে জানান। বিষয়টি নিয়ে উভয় পক্ষের তর্কাতর্কি-হাতাহাতি হয়। এর একপর্যায়ে মারধরে জুবায়ের ও আতিকুল আহত হন। 

আহত সিফাত জানান, দোকান নির্মাণের কাজ করার সময় কয়েকজন এসে নিজেদের মালিকানা দাবি করে এবং ৩০ হাজার টাকা চায়। এরপরই হামলা শুরু করেন তারা। আমাকে মাথায় ঘুষি মারে। জিহানের নাক ফেটে যায়।
 
চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক সাঈদা আখতার শাহনাজ বলেন, ‘একজন শিক্ষার্থীর নাক দিয়ে অতিরিক্ত রক্তপাত হচ্ছিল, সে কথা বলতে পারছিল না। তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’ 

অভিযোগ অস্বীকার করে সাহাজউদ্দিন বাবু বলেন, ‘আমরা চাঁদা দাবি করিনি। আমার পরিচিত নজরুল আমাকে ডেকেছিল। জায়গাটি নিয়ে বিরোধ চলছিল। তবে হঠাৎ করে কেনো দোকানের টিন বসানো হচ্ছে সেটা জানতে গিয়েছিলাম। হামলার সঙ্গে আমি যুক্ত নই।’
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরু হামিদ কানন বলেন, ‘জায়গাটি রেলওয়ের। এ নিয়ে আগে থেকেই বিরোধ চলছে এবং সম্প্রীতি কমিটি গঠন হয়েছিল। আহতরা মামলা করতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে।’ 
 

© Samakal

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *