Google Alert – সেনা
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে ভারত থেকে চোরাইপথে আনা মালামালসহ চার চোরাকারবারী আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে এ তথ্য জানান সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।
আটক চোরাকারবারীরা হলেন, শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের আজিজুল হক (৩৮), দেলোয়ার (৪৮), আশরাফ হোসেন (২৮) ও সোবহান মোল্লা (৪০)।
সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শ্যামনগর উপজেলায় অভিযান চালানো হয়। অভিযানে ভারত থেকে চোরাইপথে আনা ওষধ, বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্যান্ডের পাতা বিড়ি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ ঘটনায় চার চোরাকারবারী আটক করা হয়েছে।
/এআই