সুন্দরবন এলাকায় পৃথক অভিযানে অস্ত্র গুলিসহ আটক ৭

Google Alert – সেনাবাহিনী

সুন্দরবন এলাকায় পৃথক অভিযানে অস্ত্র গুলিসহ আটক ৭

প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১২:৫৬ এএম  (ভিজিট : ২২)

সংগৃহীত ছবি

সুন্দরবন এলাকায় পৃথক অভিযানে অস্ত্র গুলি ও বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও ক্যানসারের ওষুধসহ ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে সাতক্ষীরার শ্যামনগরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভ্যন্তরের একটি খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি ও ক্যানসারের ওষুধ উদ্ধার ও ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। 

ভারত থেকে আনা ভারতীয় মালামালসহ আটককৃতরা হলো-কৈখালী রুহুল আমিনের ছেলে আজিজুল হক (৩৮), বৈশখালীর মোহাম্মদ মোল্যার ছেলে আবদুস সোবহান মোল্যা (৪০), ভেটখালির ফারুক গাজীর ছেলে দেলোয়ার হোসেন বাবু (৪০) এবং কৈখালীর মনসুর আলীর ছেলে আশরাফ আলী (২৮)।

এর আগে একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করে বৃহস্পতিবার বিকালে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। 

শ্যামনগর থানার ওসি হুমায়ূন কবির মোল্যা জানান, সেনাবাহিনী ভারতীয় পাতার বিড়ি, ওষুধ এবং অস্ত্র গুলিসহ পৃথকভাবে ৭ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএইচ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *