Google Alert – পার্বত্য চট্টগ্রাম
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের পাশাপাশি ভবিষ্যতের সব সরকারকেই গণ-অভ্যুত্থানে শহীদদের কথা স্মরণ রাখতে হবে। কারণ, তাদের আত্মত্যাগের কারণেই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রামের পাঁচলাইশে ‘জুলাই স্মৃতি উদ্যান’-এ স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অধিকাংশ শহীদ পরিবার ইতোমধ্যে সহায়তা পেয়েছে এবং তারা সরকারি ভাতা পাচ্ছে। মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে সমন্বয় করে দ্রুত চট্টগ্রামে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে বলেও জানান তিনি।
এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।