India Russia China vs USA: ভারতের ‘তিন তাল’- তা তা থৈ থৈ নাচ ট্রাম্পের, নতুন সমীকরণের ঘুঁটি সাজাচ্ছে ভারত, পাশা পাল্টাতে আর কতক্ষণ, আমেরিকার হবে ‘হাঁড়ির হাল’| India vs USA Tarrif War: how india is plannig to counter donal trump tariff pm Narendra Modi talks with Brazilian president Lula Ajit Doval meets Putin | বিদেশ

Google Alert – কুকি চিন

ভারত আর আগের মতো ভারত নেই। আজকের ভারত – নতুন ভারত, যা কাউকে অযথা ভয় পায় না,  অনুসরণ করে না, বরং নিজেরাই নিজেদের পথ তৈরি করে। আজ, ভারতের বিশ্বব্যবস্থা নির্ধারণের ক্ষমতা রয়েছে। এই কারণেই ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ ট্যারিফের মুখেও ভারত দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী মোদি আমেরিকাকে একটি বার্তা দিয়েছেন। ভারত তার কৃষকদের স্বার্থের সঙ্গে কোনও আপস করবে না। ভারত একেবারে ভেবেচিন্তে আমেরিকার অন্য দেশকে পদানত করার ব্লু প্রিন্ট ভেসে উঠেছিল তাকে আটকাতে তিন তালের পদক্ষেপ নিয়েছে৷  ডোনাল্ড ট্রাম্পকে এটা নিয়ে তা-তা থাইয়া করতে হবে এমনটাই বলছে ওয়াকিবহাল মহল৷

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *