লক্ষ্মীপুরে অস্ত্র-ইয়াবাসহ আটক ৩

Google Alert – সেনা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে দুটি এলজি, ধারালো চুরি, ইয়াবা ও নগদ অর্থসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, এটিএম কার্ড ও ব্যাংকের চেকবইও উদ্ধার করা হয়।


শুক্রবার (৮ আগস্ট) দিনগত রাতে পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে  এসব উদ্ধার করা হয়। রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাদ খান গণমাধ্যমকর্মীদের কাছে অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।


আটকরা হলেন-  আহমেদ আল মারুফ ওরফে রবিন (৩৪), রবিনের ভাই আহমেদ আল আকাশ এবং পৌর শহরের বাঞ্চানগর এলাকার তোফায়েল আহমেদের ছেলে এহসান আহমেদ (২৪)।


লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাদ খান জানান, টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল এনে বিক্রির জন্য বাড়িতে মজুদ করা হয়েছিল। অভিযান চলাকালে ৮৬ পিস ইয়াবা, দুটি এলজি, একটি পিস্তলের ম্যাগাজিন, বেশ কয়েকটি ধারালো রামদা ও চাকু, নগদ ৩৬ হাজার টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অভিযানের খবর পেয়ে ফেনসিডিল সরিয়ে ফেলা হয়েছে।


তিনি জানান, প্রয়াত অবসরপ্রাপ্ত কর্নেল মজিদের পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। সে সুযোগে বাড়ির কেয়ারটেকারের দায়িত্বে থাকা তার ভাতিজা আহমেদ আল মারুফ ওই বাড়িকে মাদকের আড্ডাখানায় পরিণত করেন।


আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।  


আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *