ঢাকায় চিহ্নিত মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

Google Alert – সেনাবাহিনী

প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৯:৫৪ এএম

রাজধানীতে চিহ্নিত মাদক কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও বসিলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নাসিম (৪৫), কালু (৫০) ও আসিফ (২৫)। 

বিষয়টি নিশ্চিত করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, প্রথমে সেনাবাহিনীর গোয়েন্দা দল বসিলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা লেনদেনের সময় কালু ও আসিফকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক কারবারের প্রধান নাসিমকে তার বাসা থেকে আরও ১৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, নাসিমকে ধরতে এর আগেও একাধিকবার চেষ্টা চালানো হলেও আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পে প্রবেশ করলেই আগাম খবর পেয়ে তিনি পালিয়ে যেতেন। এবার সেনাবাহিনীর বিশেষ কৌশলে পালানোর সুযোগ পাননি নাসিম। 

সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, তল্লাশিতে নাসিমের বাসা ও আশেপাশে থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়। এই ক্যামেরাগুলো মোবাইলের সঙ্গে সংযুক্ত ছিল। এ ছাড়া তাদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড ফোন ও পাঁচটি বাটন ফোন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এই ক্যামেরাগুলোর মাধ্যমে নাসিম দূর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরদারি করতেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার জন্য রাতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকালের খবর/বিএস 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *