খাগড়াছড়ির সঙ্গে সাজেকে সড়ক বিচ্ছিন্ন, আটকা কয়েকশ পর্যটক : সংবাদ অনলাইন

Google Alert – পার্বত্য অঞ্চল

খাগড়াছড়ির সঙ্গে সাজেকে সড়ক বিচ্ছিন্ন, আটকা কয়েকশ পর্যটক

প্রতিনিধি, খাগড়াছড়ি : শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

খাগড়াছড়ি : সড়ক বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগে এলাকাবাসী -সংবাদ

খাগড়াছড়ি পার্বত্য জেলার সঙ্গে সাজেকে বন্যা পানি বেড়ে সড়ক বিচ্ছিন্ন থাকার কারণে কয়েকশ পর্যটক আটকে আছে। গত বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি, আবহওয়া বিরূপ প্রভাবে ফলে পাহড়ি ঢলের পানিতে আন্তঃসড়কটি ডুবে যায়।

গত মঙ্গলবার সকাল থেকে পর্যটন নগরী সাজেক-খাগড়াছড়ি আন্তঃপ্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এতে সাজেকে অবস্থানরত কয়েক শতাধিক পর্যটক আটকে পড়েছেন বলে জানা গেছে।

প্রশাসন বলছে, আবহাওয়া ভালো রয়েছে, বৃষ্টি না হলে কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে।

সরেজমিন দেখা যায়, বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশের ভেলা ও নৌকার মাধ্যমে কিছু পর্যটককে পারাপার করা হচ্ছেন। বিশেষ করে যারা মোটরসাইকেল নিয়ে ভ্রমণে এসেছেন, তারা সীমিতভাবে ফিরে যেতে পারছেন। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা পর্যটকদের আপাতত সড়কে পানি না সরানো পর্যন্ত অবস্থান করতে হচ্ছে সাজেকেই।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, গত মঙ্গলবার মাচালং বাজারের পাশে সড়কের ওপর প্রায় ৫ থেকে ৬ ফুট পানি ছিল। বর্তমানে কমে এসেছে। তবে এ অবস্থায় কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব নয়। এ ছাড়া বুধবার আবার নতুন করে বাঘাইহাট বাজারের পাশের নিচু সড়ক পানিতে তলিয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, মাচালং বাজার এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গিয়েছে। বুধ ও বৃহস্পতিবার নতুন করে বাঘাইহাট অংশও তলিয়ে গেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *