Google Alert – বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : এএফসি নারী এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে দুরন্ত জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। দুই ম্যাচে দুই জয় নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে লাল-সবুজের মেয়েরা।
শুক্রবার (৮ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পূর্ব তিমুরকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৮-০ গোলে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে দক্ষিণ কোরিয়া তাদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক লাওসের বিপক্ষে মাত্র ১-০ গোলে জিতে বাংলাদেশের সঙ্গে পয়েন্ট (৬) সমান করেছে।
গোল পার্থক্যের দিক দিয়ে +১০ থাকা দুই দলের মধ্যে বাংলাদেশ গোলসংখ্যায় এগিয়ে আছে—বাংলাদেশ ১১ গোল করেছে, দক্ষিণ কোরিয়া ১০ গোল। ফলে গ্রুপ শীর্ষে আছে বাংলাদেশ।
আগামী রোববার বিকেল ৩টায় শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র এক পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রাখে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন দলটি আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট পাবে।
দলের নেতৃত্ব দিচ্ছেন কাপ্তান আফসানা সরোয়ার ও সহকাপ্তান আফঈদা খন্দকার। প্রথমবারের মতো মহাদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের এই বয়সভিত্তিক দল অংশগ্রহণ করতে যাচ্ছে, যা দেশের ফুটবল ইতিহাসে নতুন দিগন্ত খুলে দেবে।