Google Alert – সেনা
ছবিঃ সংগৃহীত।
কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামীয় ট্যাবলেট, গাঁজা, নগদ টাকাসহ মোবাইল উদ্ধার করেছে সেনাবাহিনী কুড়িগ্রাম ইউনিট। এসময় এক মাদক কারবারীকে আটক করা হয়। অপর এক মাদক কারবারী সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
কড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৮ আগস্ট) দিবাগত ভোর ৪টার দিকে রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্ত ২২ বীরের একটি টহল দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাঁঠালবাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করে।
এতে ওই এলাকা থেকে ১শ ২৭ পিস ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামক ট্যাবলেট, ১শ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৬১ হাজার ৩শ ৪০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারী রবিউল ইসলাম (৩০) পালিয়ে যায়।
অপরদিকে, একই সময়ে অপর একটি অভিযানে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর একই টহল দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাদাই পাঠান পাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামীয় ট্যাবলেট ৫১ পিস ও ইনফিনিক্স ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধারসহ মাদক কারবারী মো: মোস্তফা (১৯)কে আটক করে।
এ ব্যাপারে সেনা ক্যাম্প থেকে জানানো হয়, অভিযানে এক মাদক কারবারীকে আটক করা হয় এবং অপর এক পলাতক মাদক কারবারীকে গ্রেপ্তার করার জন্য যৌথ অভিযান চলমান রয়েছে। এছাড়াও, আগামীতে সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।