Daily Manobkantha:: নিউ মার্কেট এলাকা থেকে প্রায় ১ হাজার ১০০ ধারালো অস্ত্র উদ্ধার: Daily Manobkantha

Google Alert – সেনাবাহিনী

রাজধানীর নিউ মার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদাম থেকে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত প্রায় ১ হাজার ১০০ ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (৯ আগস্ট) রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়।

আর্মি ক্যাম্প থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিউ মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এই এলাকার কিছু দোকান থেকে ‘সামুরাই’ নামে পরিচিত ধারালো ছুরিসহ বিভিন্ন অস্ত্র ভাড়া ও বিক্রি করা হচ্ছে। এই অস্ত্রগুলো হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে।

গত দুই দিনের গোয়েন্দা অভিযানে প্রায় ১১০০টিরও বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে, এবং গণনা কার্যক্রম এখনো চলমান। এসব অস্ত্রের কোনো গৃহস্থালি ব্যবহার নেই বলে জানানো হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে, এবং ব্যবসায়ীদের সঙ্গে দুষ্কৃতিকারীদের যোগসাজশ আছে কিনা তা নিশ্চিত করতে আরও তদন্ত করা হবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে, ‘সামুরাই’ চাপাতি বা অন্য কোনো ধারালো অস্ত্র বিক্রি বন্ধ করতে। এসব অস্ত্র কেউ কেউ স্যুভেনির হিসেবে সংগ্রহ করলেও, বর্তমানে এগুলো সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা অপব্যবহার হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য হুমকি সৃষ্টি করছে।

সাধারণ জনগণের প্রতিও আহ্বান জানানো হয়েছে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে সহযোগিতা করতে। আশপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে নিকটস্থ ক্যাম্পে খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে। দুষ্কৃতিকারীদের কোনো অবস্থাতেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *