২৭ কর্মচারীকে আটকে রেখে ফার্মের ৮ গরুসহ মালামাল লুট

Google Alert – সশস্ত্র

বগুড়ার শাজাহানপুরে নির্মাণাধীন প্রাণ ডেইরি ফার্মে ডাকাতির ঘটনা ঘটেছে।
সশস্ত্র ডাকাত দল ২৭ নিরাপত্তা কর্মী ও কর্মচারীদের হাত-পা ও চোখ বেঁধে কয়েকটি ঘরে
আটকে রেখে নগদ টাকাসহ আটটি গরু এবং অন্যান্য মালামাল নিয়ে গেছে।

শুক্রবার (৮ আগস্ট) রাতে উপজেলার চকভ্যালী এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কের
পাশে নির্মাণাধীন প্রাণ ডেইরি ফার্মে এ ঘটনা ঘটেছে।

এসব তথ্য নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন,
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চকভ্যালী এলাকায় কৃষি কলেজের কাছে
বগুড়া-নাটোর মহাসড়কের পাশে প্রাণ গ্রুপের প্রাণ ডেইরি ফার্ম স্থাপনের কাজ চলছে। শুক্রবার
রাত সাড়ে ৮টার দিকে ১৪ থেকে ১৫ জনের একদল সশস্ত্র ডাকাত ওই ফার্মে হানা দেয়। তারা নিরাপত্তা
প্রহরী মোয়াজ্জেম হোসেনসহ ২৭  কর্মচারীকে অস্ত্রের
মুখে জিম্মি করে।  পরে তাদের হাত, পা ও চোখ-মুখ
বেঁধে তিনটি কক্ষে আটকে রাখে। এরপর ডাকাতরা নগদ ২০ হাজার টাকা, প্রায় ২০ লাখ টাকা মূল্যের
আটটি গরু এবং বিভিন্ন মালামাল লুট করে। প্রায় সাড়ে চার ঘণ্টা ডাকাতি শেষে  রাত ১টার দিকে ডাকাতেরা পালিয়ে যায়। পরে ফার্মের
এক কর্মচারী জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানায়।

ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেফতারে
অভিযান চলছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *