শুল্ক ফাঁকি দেওয়া ৭ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ৩

jagonews24.com | rss Feed

শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ ৩ জনকে আটক করেছে নৌবাহিনী। ভোলা সদরের মহাজনপট্টি, সার্কুলার রোড ও বোরহানউদ্দিন বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় চালানো অভিযানে তাদের আটক করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।

শনিবার (৯ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, অভিযানে কল্যাণী ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বাজারজাত করা শামস এন্টারপ্রাইজ কোম্পানির শুল্ক ফাঁকি দেওয়া জাল/নকল ব্যান্ডরোল সম্বলিত ব্ল্যাক কিং ১১ হাজার ৩২০ শলাকা, ওসাকা ৮ হাজার ৮৮০ শলাকা, টি-২০ ব্রান্ডের ৪,৪৬০ শলাকা এবং ৫০/৫০ ব্র‍্যান্ডের ১ লাখ ৩৯ হাজার ৬১০ শলাকা সিগারেট জব্দ করা হয়।

অভিযানগুলোতে জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।

এছাড়াও অবৈধ সিগারেট মজুত এবং বাজারজাতকরণের দায়ে ৩ জনকে আটক করা হয়। বোরহানউদ্দিনে জব্দ করা সিগারেটসহ আটকদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

টিটি/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *