Google Alert – সামরিক
গাজা দখলের সিদ্ধান্ত নজিরবিহীন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১১:২০ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ১১:২১ পিএম (ভিজিট : ৭৬)
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত
শনিবার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
সাইফুল হক বলেন, গাজায় ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসনে এর মধ্যে গাজাসহ ফিলিস্তিনের ৭০ হাজারের বেশি মানুষকে তারা বর্বরোচিতভাবে হত্যা করেছে। কয়েক লাখ মানুষকে পঙ্গু করে দিয়েছে। এর অধিকাংশ হচ্ছে নারী ও শিশু। একবিংশ শতাব্দীর এই লাইভ গণহত্যায় প্রতিদিন প্রায় শতাধিক শিশু, নারী-পুরুষ হতাহত হচ্ছে। এই বীভৎসতা রীতিমতো অবিশ্বাস্য ও অকল্পনীয়।
তিনি বলেন, আন্তর্জাতিক সকল রীতিনীতি পদদলিত করে ইসরায়েল এই আগ্রাসন ও গণহত্যা সংঘটিত করে আসছে। মার্কিন প্রশাসনসহ পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির সামরিক ও অর্থনৈতিক মদদেই এই নারকীয় গণহত্যা চলছে। এখন গাজা সিটি দখলের পরিকল্পনাতেও মার্কিন ট্রাম্প প্রশাসনের এক ধরনের সম্মতি রয়েছে।
আরও পড়ুন
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে গাজা সিটি দখলের পরিকল্পনা থেকে সরে আসতে ইসরায়েলকে বাধ্য করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে বাংলাদেশের জনগণকেও ইসরায়েলের গাজা দখলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
আরআর