Google Alert – বাংলাদেশ
ডলারের বাজার ‘স্থিতিশীল রাখতে’ নিলামে ১১টি ব্যাংকের কাছ থেকে আরও ৮ কোটি ৩০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে এসব ডলার কেনা হয়। ডলার কেনাবেচা বাজারভিত্তিক করার পর পঞ্চম দফায় বাজার থেকে ডলার তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এদিনের ডলার কেনার তথ্য দিয়ে বলেন, ডলার বাজার নিয়ন্ত্রণ রাখতে এমন পদক্ষেপ নিয়েছে বাংলদেশ ব্যাংক, যা প্রধান বিদেশি মুদ্রার দর স্থিতিশীল পর্যায়ে রেখেছে।
আগের সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ লাখ ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। সেদিন প্রতি ডলারের কেনা দাম ছিল ১২১ টাকা ৩৫ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা পর্যন্ত।
এর আগে তিন ধাপে বিভিন্ন দামে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রায় ৫০ কোটি ডলার কেনা হয়। এ নিয়ে মোট ৬২ কোটি ৮০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকাররা বলছেন, রেমিটেন্স ও রপ্তানির প্রবাহ বাড়ার পাশাপাশি নিলামে ডলার কেনার বিষয়টি রিজার্ভ বাড়াতে ভূমিকা রাখছে।
এ বিষয়ে সপ্তাহ খানেক আগে গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, আগামীতে প্রয়োজন পড়লে আরও ডলার কেনা হবে।
আরও সাড়ে ৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
আইএমএফের পরামর্শ মেনে চলতি বছর মে মাসে ডলারের দর বাজারভিত্তিক করে দেয় বাংলাদেশ ব্যাংক। পরে এ বিষয়ে গভর্নর দাবি করেন, আইএমএফের চাপে নয়, বরং বাজার বিবেচনায় নিয়ে তা বাজারভিত্তিক করা হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দেওয়া তথ্য বলছে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করে রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ২৩ বিলিয়ন ডলার। আর গ্রস হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ২৪ বিলিয়ন ডলার।
সবশেষ দফায় কেনা ডলার সোমবারের রিজার্ভে যোগ হবে, বলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
আগের সপ্তাহের বুধবারে বিপিএম৬ পদ্ধতি অনুসারে রিজার্ভ ছিল ২৫ দশমিক ০৫ বিলিয়ন ডলার।