সফরে অগ্রাধিকার পাবে অভিবাসনও বিনিয়োগ

Samakal | Rss Feed


সফরে অগ্রাধিকার পাবে অভিবাসনও বিনিয়োগ

বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

2025-08-11

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন আজ সোমবার। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুপুরে রওনা হবেন তিনি। এ সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সই হবে ৫ সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ নোট। একই সঙ্গে অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ।

রোববার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র শাহ আসিফ রহমানসহ অন্যরা।

মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টার এ সফরটি খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে শফিকুল আলম বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ সম্পর্ক আরও গভীরতর করতে যাচ্ছে। প্রবাসী শ্রমিক নিয়োগে দেশটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সফরের অগ্রাধিকার হচ্ছে অভিবাসন, বিনিয়োগ। সম্পর্কের সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এ ছাড়া গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করবে দুদেশ।

শাহ আসিফ রহমান বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ১১-১৩ আগস্ট প্রধান উপদেষ্টা দেশটিতে দ্বিপক্ষীয় সরকারি সফরে যাবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা সফর করবেন।

তিনি বলেন, মালয়েশিয়া পৌঁছানোর পর প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানো হবে। মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকের পরপরই প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক এবং নির্ধারিত সমঝোতা স্মারক সই হবে।

মুখপাত্র বলেন, দুই দেশের মধ্যে মোট ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো হলো– প্রতিরক্ষা ও জ্বালানিবিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও চিপ নির্মাণ প্রতিষ্ঠান মিমোসের (এমআইএমওএস) মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ মালয়েশিয়ার (আইএসআইএস) মধ্যে সহযোগিতা। এ ছাড়া দুই দেশের মধ্যে হালাল ইকো সিস্টেম, উচ্চ শিক্ষা এবং কূটনীতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতাবিষয়ক এক্সচেঞ্জ অব নোট সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, সমঝোতা স্মারক সইয়ের পর সংবাদ সম্মেলন ও প্রধান উপদেষ্টার সম্মানে একটি রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। একই দিনে প্রধান উপদেষ্টা একটি ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ করবেন। দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি।

© Samakal

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *