সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি সিইউজের

Kalbela News | RSS Feed

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী কমিটির নেতারা।

রোববার (১০ আগস্ট) অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী কমিটির সভায় নেতারা বলেন, যে নির্মম কায়দায় তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, তা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এই ঘটনার পর সারা দেশের সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ও গভীরভাবে উদ্বিগ্ন।

নেতারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সভায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন মামলা-মোকদ্দমা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তারা বলেন, মূলধারার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে এক শ্রেণির সুবিধাভোগী দেশে অস্থিরতা সৃষ্টি করে উন্নয়ন-অগ্রগতি থামিয়ে দিতে চাইছে।

সভায় দেশে চলমান অস্থিরতা ও সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়। একইসঙ্গে দ্রুত গ্রহণযোগ্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জানানো হয়।

সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুর শুভর পরিচালনায় সভায় বক্তব্য দেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সিইউজের সিনিয়র সহসভাপতি স. ম. ইব্রাহিম, সহসভাপতি সাইদুল ইসলাম, বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মোহাম্মদ সরওয়ারুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *