Google Alert – সেনা
Last Updated:
এই ঘটনার কথা জানাজানি হতেই খাগরাছরির জেলা সদরে টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকমা এবং মারমা জনজাতির মানুষ৷
আদিবাসী বালিকাকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশের পার্বত্য এলাকা৷ দক্ষিণপূর্ব বাংলাদেশের খাগড়াছরি জেলার পার্বত্য এলাকায় স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বাঙালিদের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ানোয় ওই অঞ্চলে নিরাপত্তাও জোরদার করা হয়েছে৷
বাংলাদেশের পুলিশ ইতিমধ্যেই তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷ যদিও এখনও মৃতদের পরিচয় সম্পর্কে কিছু বিশদে কিছু জানায়নি পুলিশ৷ তবে পুলিশ জানিয়েছে, দু পক্ষই পরস্পরের দোকান, বাড়ি ঘরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়৷
চট্টগ্রামের খাগড়াছরির অষ্টম শ্রেণির পড়ুয়া এক ছাত্রীর গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করেই এই হিংসা ছড়ায়৷ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সংঘর্ষ থামাতে গিয়ে ১৩ জন সেনাকর্মী এবং তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন৷
জানা গিয়েছে, টিউশন থেকে ফেরার পথে ওই আদিবাসী ছাত্রীকে গণধর্ষণ করা হয়৷ মাঝরাতে একটি নির্জন জায়গা থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে নির্যাতিতার বাবা-মা এবং প্রতিবেশীরা৷
এই ঘটনার কথা জানাজানি হতেই খাগরাছরির জেলা সদরে টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকমা এবং মারমা জনজাতির মানুষ৷ সেই অশান্তির আঁচই ছড়িয়ে পড়ে ৩৬ কিলোমিটার দূরের গুইমারা এলাকায়৷ সেখানেই গুলিবিদ্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়৷ সেনা এবং আধা সামরিক বাহিনী টহল দিতে শুরু করলেও উত্তেজনা প্রশমিত হয়নি৷
শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিল, জমায়েত বন্ধ করতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়৷
এই ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে একজন বাঙালি নাবালককে গ্রেফতার করেছে পুলিশ৷ তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে৷ ধৃতকে জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ৷
Kolkata,West Bengal
September 29, 2025 1:58 PM IST