Google Alert – সেনাপ্রধান
ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েল ব্যাপক হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এই হামলায় সানা কেঁপে ওঠে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, সানায় ‘শক্তিশালী’ হামলা চালানো হয়েছে।
তিনি এক বিবৃতিতে বলেছেন, “প্রতিরক্ষা বাহিনী একাধিক সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছে, যার মধ্যে হুতি জেনারেল স্টাফের ক্যাম্পও রয়েছে। আমরা কয়েক ডজন হুতি যোদ্ধাকে হত্যা করেছি এবং তাদের অনেক ড্রোনও ধ্বংস করা হয়েছে।”
এর আগে ইসরায়েলের ইলাতে একটি ড্রোন হামলায় ২০ জন আহত হন, যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইয়েমেনের রাজধানীতে একাধিক হামলার কথা নিশ্চিত করেছে। এই হামলায় যুদ্ধবিমানসহ কয়েক ডজন বিমান অংশ নেয়।
হামলায় হুতি বিদ্রোহীদের ‘নিরাপত্তা এবং গোয়েন্দা অবকাঠামোকে’ লক্ষ্য করা হয় বলে ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে যে, গতকালের হামলার জবাবে আজ সানায় পাল্টা হামলা চালানো হয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের কার্যকলাপের প্রতিবাদে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রায় প্রতিদিনই ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন অথবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে।
এর জবাবে ইসরায়েলও ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে, যেখানে হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীসহ ১২ মন্ত্রী এবং তাদের সেনাপ্রধান নিহত হয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল