Daily Manobkantha:: এনসিপি রাজার দল তাই সরকারীভাবে প্রটোকল পাচ্ছে : ব্রি. জে. (অব) শামীম কামাল: Daily Manobkantha

Google Alert – সেনা

আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামীম কামাল মনে করেন, দেশের আইনশৃঙ্গলা পরিস্থিতি দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। সরকার চরম ভাবে ব‌্যর্থ হচ্ছে দেশ পরিচালনায়। এখান থেকে মুক্তির একমাত্র পথ নির্বাচন। সেনাবাহিনীর সহযোগিতার ছাড়া একটি সুন্দর নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচনের আয়োজন করলেও সমস্যা আছে। আওয়ামী লীগ হাইকোর্টে রিট করতে পারে। যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায় তখন পরিবেশ হবে এক রকম আর নির্বাচনে আ’লীগ না গেলে তখন পরিস্থিতি হবে আর এক রকম। কারণ আওয়ামী লীগের ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট রয়েছে। ওই ভোটাররা কি করবেন সেটা দেখতে হবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটাও ভাবতে হবে। তবে সব সমস্যার মুক্তির পথ হলো নির্বাচন।  

শুক্রবার সকালে দৈনিক মানবকন্ঠ-র সাথে একান্ত এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। 

জনতার দলের চেয়ারম‌্যান  ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামীম কামাল বলেন, এনসিপি রাজার দল হয়ে উঠেছে। তাই তারা সরকারী ভাবে প্রটোকল পাচ্ছে। এতে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

পিআর পদ্ধতি নিয়ে সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মত ভঙ্গুর গণতান্ত্রিক দেশে সম্ভব না। দ্বি কক্ষ বিশিষ্ট সংসদে শুধু উচ্চ কক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচন করা যেতে পারে। তবে নিম্নকক্ষ আগের পদ্ধতিতে নির্বাচন করা উচিত।

রাজনৈতিক দল গুলোর ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামীম কামাল বলেন, সরকার তো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সেই লক্ষে চলছে কিন্তু প্রধান উপদেষ্টা ইতোমধ‌্যে বলেছেন, রাজনৈতিক দল গুলো তাকে সহযোগিতা করছেন না। রাজনৈতিক দল গুলোকে নোংরামী চিস্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে।

সেনাবাহিনীর ভুমিকা নিয়ে আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামীম কামাল বলেন, বাব বার সুযোগ আসার পরও সেনা বাহিনী ক্ষমতা গ্রহন করেন নাই। ৫ আগষ্টের পর সর্ব প্রথম সেনাবাহিনী বলেছেন ১৮ মাসের মধ‌্যে নির্বাচন করা উচিত। সেই সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীকে বিতর্কিত করা হলে সব চেয়ে বেশি দেশের ক্ষতি হবে বলে মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামীম কামাল ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *