Daily Manobkantha:: খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ইউনূস: Daily Manobkantha

Google Alert – প্রধান উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার একান্ত সচিব এবং পরিচালক খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এই শুভেচ্ছা পৌঁছে দেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টা অফিসের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম ফুলেল তোড়াটি নিয়ে আসেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার তা গ্রহণ করেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন এবং চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *