Google Alert – আর্মি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে মিয়ানমারের আরাকান আর্মির এক সহযোগী ও তার সঙ্গে থাকা এক বাংলাদেশি উপজাতি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তুমব্রু বিওপির কাছে সীমান্ত পিলার-৩৪ এর ৩০০ মিটার অভ্যন্তরে তুমব্রু পশ্চিমকুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মিয়ানমার নাগরিক ওলাই চাকমা (২৪), পিতা-উচলা চাকমা, গ্রাম-মেদাইক, মংডু, এবং বাংলাদেশি নাগরিক নয়ন চাকমা (৩০), পিতা-জ্ঞ্যানরঞ্জন চাকমা, গ্রাম-বেদবেদি, রাঙ্গামাটি। প্রাথমিক তদন্তে ওলাই চাকমা আরাকান আর্মির সহযোগী হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, জিজ্ঞাসাবাদ ও তথ্য বিশ্লেষণে আটকদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদের পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি টহল জোরদার করেছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মিয়ানমারের আরাকান আর্মির সাম্প্রতিক তৎপরতা বৃদ্ধির কারণে সীমান্তে নিরাপত্তা বাহিনী বিশেষ সতর্কতায় রয়েছে।