Daily Manobkantha:: তারাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক সম্রাট নুর ইসলাম গ্রেফতার: Daily Manobkantha

Google Alert – আর্মি

রংপুরের তারাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক সম্রাট নুর ইসলাম ওরফে হেরোইন বৌয়ালকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) তারাগঞ্জ মেডিকেল মোড় থেকে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ বি-গ্রেডের ৩৪ ই বেঙ্গল তারাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন রাকিবুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতার নুর ইসলাম তারাগঞ্জ উপজেলার ২ নম্বর কুর্শা ইউনিয়নের জিগাতলা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

অভিযানে নুর ইসলামের কাছ থেকে ৬টি হেরোইনের পুরিয়া, নগদ ৬২০ টাকা এবং একটি বাটন মোবাইল জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নুর ইসলাম ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি এবং তাঁর স্ত্রী লাইজু বেগম একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়ে জেল-হাজতে গেলেও জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তাঁদের কারণে এলাকার অনেক যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে।

নুর ইসলাম এলাকায় ‘হেরোইন বৌয়াল’ নামে পরিচিত। গ্রেফতারের পর তাঁকে এবং জব্দকৃত মাদক তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফের হাতে হস্তান্তর করা হয়।

এসআই আব্দুর রউফ জানান, “যৌথ বাহিনীর অভিযানে নুর ইসলাম ওরফে হেরোইন বৌয়ালকে মেডিকেল মোড় থেকে হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। তাঁকে এবং জব্দকৃত মাদক থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্তের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *