Daily Manobkantha:: পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন ১১০ এসআই: Daily Manobkantha

Google Alert – সশস্ত্র

বাংলাদেশ পুলিশে কর্মরত শতাধিক সাব ইন্সপেক্টরকে ইন্সপেক্টর পদে পদোন্নতি  প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন আইজিপি বাহারুল আলম।

পৃথক তিনটি প্রজ্ঞাপনে সাব ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) ৬০ জন,  সাব ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) ৪৫ জন এবং ট্রাফিক বিভাগে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট পদে কর্মরত ৫ জন পুলিশ সার্জেন্টকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি প্রাপ্তদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যার্থে এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-২ বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টারসকে কপি দেওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *