Daily Manobkantha:: পরিবারের সদস্যদের বেঁধে রেখে ডাকাতি: Daily Manobkantha

Google Alert – সশস্ত্র

চাঁদপুরের কচুয়ায় দুটি ঘরের বাসিন্দাদের দড়ি ও কাপড় দিয়ে বেঁধে রেখে ডাকাতির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন ছোট ভবানীপুর এলাকার খলিলুর রহমান ও মিজানুর রহমানের ঘরে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল সোনার গয়না, টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ঘর দুটি বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকত দল ঘর দুটিতে হানা দেয়। মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ডাকাতদের হাতে চাপাতি এবং বিভিন্ন দেশি অস্ত্র ছিল। তারা ঘরে থাকা নারী-পুরুষ-শিশুদের কাপড় ও দড়ি দিয়ে হাতমুখ বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারিসহ অন্যান্য আসবাব ভেঙে তছনছ করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর ঘরের বাসিন্দাদের চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করেন। 

বুধবার সকালে ছোট ভবানীপুর এলাকায় সরেজমিন দেখা যায়, বাড়ির দুই পাশে দুটি পাকা ঘরের ভেতরেই খোলা অবস্থায় পড়ে আছে ভাঙা আলমারি। অন্যান্য আসবাব ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরিবারের সদস্যদের চোখেমুখে আতঙ্কের ছাপ।

ভুক্তভোগী মিজানুর রহমান বলেন বলেন, ডাকাত দল আমাদের পরিবারের সদস্যদেরকে হাত-পা বেঁধে  নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন। 

কচুয়া থানার তদন্ত অফিসার মো.জিয়াউল হক বলেন, ডাকাতের ঘটনার শুনে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং ঘটনার আলামত সংগ্রহ ও তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লিখিত অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *