Google Alert – সেনাবাহিনী
ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে ‘সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে’ দুই সেনা নিহত হয়েছে। শুক্রবার রাতে সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে এ দুইজন নিহত হয় বলে শনিবার ভারতীয় সেনাবাহিনী নিশ্চিত করেছে।
‘বন্দুকযুদ্ধে’ আরও দুই সেনা আহত হওয়ারও খবর দিয়েছে তারা। ১ অগাস্ট থেকে ওই অঞ্চলে চলা সন্ত্রাসবিরোধী অভিযানে এখন পর্যন্ত এক সন্ত্রাসী নিহত হয়েছে।
যে দুই সেনার মৃত্যু হয়েছে, তারা হলেন- ল্যান্স নায়েক প্রীতপল সিং ও সিপাহি হারমিন্দর সিং; ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস এক্সে দেওয়া পোস্টে এ দু’জনের নাম পরিচয় জানায় বলে জানিয়েছে এনডিটিভি।
কর্মকর্তারা বলছেন, জঙ্গল ও পাহাড়ি এলাকা হওয়ায় অভিযান শেষ হতে সময় লাগছে।
সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের অখলের বনাঞ্চলে ১ অগাস্ট থেকে অভিযানে নামে ভারতের নিরাপত্তা বাহিনী। লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজতে এ অভিযানে ড্রোন ও হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
পুলিশের একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, অন্তত তিন বিদেশিসহ ‘৫ জঙ্গি লুকিয়ে রয়েছে’ খবর পেয়ে ওই এলাকায় অভিযান শুরু হয়। এ সন্ত্রাসীরা জঙ্গল যুদ্ধে খুবই দক্ষ বলেই ধারণা করছে নিরাপত্তা বাহিনী।