Daily Manobkantha:: বান্দরবানে ‘সেনা রিজিয়ন কাপ ফুটবল ২০২৫’ সম্পন্ন, চ্যাম্পিয়ন আলীকদম: Daily Manobkantha

Google Alert – সেনা

উৎসাহ-উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হয়েছে ‘সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫’। স্থানীয় ক্রীড়া সংস্কৃতি উন্নয়ন এবং পার্বত্য এলাকায় ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন জোরদার করার লক্ষ্যে বান্দরবান সেনা রিজিয়ন এই টুর্নামেন্টের আয়োজন করে।

গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা থেকে ৮টি দল অংশ নেয়। নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা। প্রতিদিন মাঠের গ্যালারিতে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল—আলীকদম ও নাইক্ষ্যংছড়ি। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে আলীকদম ২-০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয়।

খেলা শেষে এক মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার কমান্ডার রাকিব ইবনে রেজওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে না, বরং পার্বত্য অঞ্চলে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সহায়ক।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, এই টুর্নামেন্ট থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।

টুর্নামেন্ট চলাকালীন ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ এবং ‘সর্বোচ্চ গোলদাতা’ পুরস্কার প্রদান করা হয়। আয়োজকদের মতে, এই টুর্নামেন্ট পার্বত্য অঞ্চলের সামাজিক ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *