Daily Manobkantha:: ব্রাজিলের ট্রাম্পকে গৃহবন্দির নির্দেশ, নিন্দা জানালো যুক্তরাষ্ট্র: Daily Manobkantha

Google Alert – সেনা

আন্তর্জাতিক রাজনীতিতে ‘ব্রাজিলের ট্রাম্প’ নামে পরিচিত দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনেরোকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সোমবার ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দার ডি মোরেস এই রায় ঘোষণা করেন। এদিকে, ব্রাজিলের সর্বোচ্চ আদালতের এই রায়ের কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

ব্রাজিলের কট্টরপন্থী রাজনীতিবিদ ও লিবারেল পার্টির শীর্ষ নেতা জাইর বলসোনেরো ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো, ২০২২ সালের নির্বাচনের ফলাফল উল্টে দিতে তিনি সেনা অভ্যুত্থান ঘটানোর চক্রান্ত করেছিলেন। এছাড়াও প্রতিদ্বন্দ্বী লুলা দা সিলভাকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

এর আগে সুপ্রিম কোর্ট বলসোনেরোকে এই শর্তে জামিন দিয়েছিলেন যে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য বা ভিডিও পোস্ট করতে পারবেন না এবং তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি বলসোনেরো সেই শর্ত ভঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তা পোস্ট করেন। মূলত এ কারণেই সোমবার তার জামিন বাতিল করে গৃহবন্দিত্বের নির্দেশ দিয়েছেন বিচারপতি আলেক্সান্দার ডি মোরেস।

বলসোনেরোকে গৃহবন্দিত্বের আদেশ দেওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাম্প প্রশাসন ব্রাজিলের সুপ্রিম কোর্টের রায়ের কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে এই রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘মানবাধিকারের গুরুতর লঙ্ঘণ’ বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, বিচারপতি ডি মোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করেছে ট্রাম্প প্রশাসন।

সূত্র: সিএনএন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *