Daily Manobkantha:: মার্কিন সামরিক বিমানে ফেরত পাঠানো হলো ৩৯ বাংলাদেশিকে: Daily Manobkantha

Google Alert – সামরিক

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৬টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ জানায়, মার্কিন সামরিক বাহিনীর একটি চার্টার্ড ফ্লাইটে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা ছিল। তবে শেষ পর্যন্ত ৩৯ জন দেশে ফিরেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরত পাঠানো এই বাংলাদেশিদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে। এর অংশ হিসেবে অভিবাসন আইন লঙ্ঘনকারী বাংলাদেশিদেরও নিয়মিত ফেরত পাঠানো হচ্ছে। এর আগে বিভিন্ন সময়ে আরও ১১৮ জন বাংলাদেশি নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “ট্রাম্প প্রশাসনের নীতির কারণে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে প্রতি মাসে কিছু সংখ্যক বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *