Google Alert – আর্মি
মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। দুর্ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে।
জানা গেছে, পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস (রেজিঃ ঢাকা মেট্রো ব-১১-৬২৯৭) কালিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সড়কের ডিভাইডারের উপর উঠে উল্টে গিয়ে রাস্তার মাঝখানে পড়ে যায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে পরিচয় যাদের পাওয়া গেছে, নাসরিন আক্তার (৪৫), মো. জাকির (৫৩), প্রদীপ কুমার দাস (৩২), সোহেল খান (৩৮),
সোহেল রানা (৪০), মোজাম্মেল হোসেন, ইমরান ফকির (২৩)।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত নাসরিন আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মো. জাকির ও প্রদীপ কুমার দাসকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে রাজৈর থানা পুলিশ, আর্মি এবং হাইওয়ে পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতের মধ্যেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর আর্মি ক্যাম্পের ওয়্যারেন্ট অফিসার মো. হাসান।